Articles published in this site are copyright protected.

নাজমা মোস্তফা

 

কি করছিলে হে সুধী এই গভীর গুহার গহীন আধারে

একে  বেকে চলে লোকালয় থেকে দূরে,

যেথা কেউ ছুতে না পারে, সেই শান্তসৌম্য সাধু সোনারে ।

কি ধ্যানে মগ্ন ছিলে হে উটের সর্দার,

বর্বর জাতির বোঝা কাঁধে নিয়ে সভ্যতার বিলাও উপাচার

বিদ্যালয় দেয় নি বিদ্যা, প্রকৃতিই শিক্ষক তোমার।

স্রষ্টাই ওস্তাদ সাজি দিয়েছে পাঠ তোমায়,

নারীদেরে তুমি আস্তাকুড় থেকে তুলে এনে

সিংহাসনে বসিয়েছ, তোমার শিষ্যরা আজও,

কেউ কেউ নারীকে কবরের বাসিন্দা মনে করে।

তোমার নারীরা অনেকেই ভুলে গেছে তোমার কথা

তাই আজো তারা জাহেলিয়াতের কন্যা সাজছে,

ভয়ে আজো আত্মা কাঁপে দুরু দুরু বুকে

ওরা বুঝি সখ করে ফের কবরে ঢুকছে,

হে উটের সর্দার, মোহাম্মদ নামের তুমি,

আর তো আসবে না এ ধরায়।

পূনর্জন্ম তো তোমার সিলেবাসের অধ্যায় নয়,

আকুল কান্নায় আহবান জানাই,

হে খোদেজা, ফাতেমা, খাওলা আয়েশা

রুখে দাঁড়াও  কঠিন অস্ত্র নিয়া

নিজেদের সমস্যা নিজেরাই করো সমাধান।

 

সেই গহীন গুহার আরাধনা,

তেইশ বছরের সঠিক সাধনা

অবাঞ্চিত অবান্তর নয়কো কল্পনা।

 

গুহার সূত্র সুবচন বাণী, সবার জানা

অবহেলা করে শুধু রেখেছি তফাতে,

একারণে আজ অকাল মরণ

হতাশার এটাই প্রধান কারণ।

সিলেবাস থেকে দূরে গিয়ে

কোন ছাত্র কি ভালো রিজাল্ট করে?

ভাল ছাত্র হওয়াটাই সময়ের সেরা দাবী

এটাই গুহার শ্রেষ্ঠ অঙ্গিকার ।

 

‘পড়’ সেই একটি প্রথম প্রধান বাণী

পালন করো আবিষ্কারের আদেশ জানি ।

এটাই তাদের প্রথম পাপ পিছনে পড়ার

প্রথম বাণীর প্রথম শব্দের অবহেলা,

তাদেরে পিছনে পিছিয়ে রেখেছে দুর্নিবার ।

 

নারীকে পড়তে বাধা দেয় তারা, আবার নিয়েছে ধর্মের ইজারা,

ঘরে ঘরে বিলায় মিলাদ শিরনী, রাতভর করে মাইকে মর্দামী,

গহীন গুহার প্রথম বাণী ‘ইকরা পড়’নর নারী সবাই জানি।

ধর্মের দোহাই দিয়ে রেডিমেড বেরিকেড তুলে ধর্মের ইজারাদার,

ধর্মের নামে ধর্ম ব্যবসা, মনগড়া সব তথ্যে

সেজেছে ওরা রক্ষক ভক্ষক, ধর্মের পাবন পাহারাদার।

ধর্মের নামে এভাবে অনেক ক্ষতি করেছে ওরা মানবতার।

অল্পবিদ্যা ভয়ংকরি, বিবেকেরে কষে ধরি ,

নকল ধর্ম বিলি করার তারাই সঠিক মদদদার ।

কোথায় তুমি আজ হে উটের সর্দার !

তোমার সূত্র ধরে আজ অনেকেই ,

নকল তথ্য নকল পথ্য বিলি করে

ধর্মকে করেছে লাচার ।

 

গোড়ার কথা: ১৯৯৮সালের ১লা ডিসেম্বর। শ্রেষ্ঠ ধর্ম হিসাবে দাবীদার এই গোষ্ঠীর সদস্যরা আজও ডুবে আছে অনেক ভুলের মাঝে যার জন্য আজ এ ধর্ম বিশ্ব মানবিকতার মূল্যায়নে পিছিয়ে আছে নয়তো এর বিজয় ঠেকাতে বিশ্ব অবশ্যই হিম সিম খেতো।

Tag Cloud

%d bloggers like this: